==================
ভীতরটা একটা জঙ্গল ছিল
কত হিংস্রো পশুর বসবাস-
রাজার রাজ্যে এটাই তো সর্বনাশ-
রাতে কি দিনে মশা রক্ত খায় –রক্ত চায়–
তবুও জঙ্গল! এতটুকু মনেই নাই রানীর;


নদীর গতিপথ শুধু ভুল আর ভুল
খসে যাচ্ছে স্বর্ণ মাটির কুল-
তবুও ভীতরটা আজ ধু ধু বালুচর-
মেঘ শূন্য বাতাস বয়
অথচ পিতারাজ গাছ, ডেফুল,ভেদ
করেছে শ্মশান আর
মাঠেখোলা বিবর্তন রূপমালা,


যেনো কিয়ামত ঘটেছে জঙ্গল-
তবে যতসব অসুবাসীত ঘ্রাণ ছড়ে না
আর নতুনত্ব দেয়াল গড়েছে জঙ্গল ।
১৯-১১-১৮
------------