======================
ইতির হিংসাত্মক ঘৃনার অবক্ষয়
ঐ চাঁদ কে দেখে ভীষণ বুঝা যায়-
ধূসর মৃত্তিকার মৃন্ময় শুধু বিষন্ন;
একটা নিঘুম রাত যে ভাবনাময়।


তবুও আলেয়া ইতি ঝরা পাতা নয়
অথচ হিংসারা পরাজয় মানে না-
অতঃপর ঘুর্ণিঝড় বায়ু বর্তমান ছবি হয়
ভবিষ্যৎ মেঘ শুকনো জল কায়া অগ্নিসহ।


২৯ জ্যৈষ্ঠ ১৪২৬, ১২ জুন ১৯
----------------------------