যে আকাশ দেখে না
যমুনার জল ছুঁয়ে
কি করে দৃষ্টিগোচর হবে, বলো ?
যে চাঁদের আলো নেই
তাকে ভেবে ভেবে
কষ্ট নেওয়া কি দরকার;
তবু খুনসুটি সময়
কোন বাঁধা মানে না আর
বুড়ির চাঁদ কখন চোখ মেলে
আকাশ দেখবে না
স্মৃতির চোখ নেই বলে; তাতে কি
জল ত আছে দুই চোখ।

২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জুন’২৪