===============
ওরে ‍ওরে যমুনার জল
তোর ঢেউয়ের কি ছিল বল-
বড় অনুরাগি-বুঝা যায়নি
তাই তো এতটুকু বুঝিনি!
ওরে ওরে আঁধারে ডুবে গেছে
সন্ধ্যার সূর্যটাও- ঐ পূর্ণিমার
চাঁদ বরণ-হেসে উঠেনি।


একটুও খেয়াল রাখিসনি
শৈশব কৈশর আর কিছু
যৌবন গেছে কেঁটে ভাবিসনি
ভাঙ্গনের কি তীব্র বেদনা-
ওরে ওরে যমুনা -তোর জলে
আর সাঁতার কাটা হয় না;


এ চোখে আজও রক্তক্ষরণ
তুই তো বয়ে যাস
বার মাসে- নিত্য অভিসরণ;
তাই তো জেগে তুলিস
জল ভিজা স্মরণ- তবু তোকেই
বড় ভালবাসি জল ভিজা যমুনা।
০৩-১২-১৮
--------------