জেনে শুনে জোর করে গাছে
চড়তে নেই- হাব ভাব বুঝে
গাছে চড়তে হয়- ধৈর্যের গায়ে
মন হাতে রাখা ভাল, দেয়ালের
ইট সিমেন্ট পিছলে যাবে না কারণ জোর
করা ‍বুদ্ধির অভাব জেনো মাটির সুখ
অথচ মই খুঁজতে গিয়ে, জোর
করা হয়েছে স্নিগ্ধ ময় সকাল
বাঁশ ঝাড়ে বাতাস আর উতলা
ক্ষণ দুটোই পাগল- এখন জোছনা
দেখে না আর রাতের পূর্ণিমা স্বপ্নময়
ভোরের শিশির জেনো বিরক্ত ঠোঁট-
অতঃপর জোর করতে নেই।


০২ কার্তিক ১৪২৮, ১৮অক্টোবর ২১