মধ্য দুপুর কাঁঠালের গন্ধে
মৃত্যুর স্বাদ উপলব্ধি সুর;
অথচ আমজনতার কণ্ঠ
ফুলে কিছু যায়-আসে না!
এভাবেই কিয়ামত ঘটে-
তাই না, নির্দয় মন বুঝে না
কাঁঠাল পাতার বাতাসের
গায়ে কোন শীতলতা নেই-
তারপরও গন্ধ, স্বাদ অটুট!
তবু কাঁঠাল গাছ জন্মায় না।


০৩ শ্রাবণ ১৪২৯, ১৮জুলাই’২২