=================
যুগের হাওয়া নাকি মাতাল পাড়া
প্রেমের বাওয়া ‍বুঝি ভাবের সারা!
তাই বলে কি এ পাড়া প্রেম চাইবে না-
ফুলের গন্ধে রস ভোমর ‍উড়ন্ত
থাকে পাগলা পাড়া- ভোমরা সখি
পাপড়ির আড়ালে বাজায় আনন্দ লহরী;


তবুও সময়ের হাওয়াই বিবর্তন-
চলবেই যুগের চাওয়া প্রেম বর্ধন।
তোমরা বল কলিকালের যুগ- কিসের
কলিকালের যুগ গো- প্রেম সাধাণ
কম মিত্র নয় গো- না সাজিলে আত্মার
বন্ধন- নইলে হবে কু- মরণ- যুগ থাকিতে
তুমি রাখো সুবাস চন্দনে প্রেমের বর্ধন।


০৫ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৯ মে ১৯
--------------------------