সবই দেখছি শুধু স্বজন প্রিয় জন!
মাঝে মাঝে ভাবি ‘ক’ ’খ’ বকের
ঠেং লেখা ছাড়িয়ে দেই!
কিন্তু মনের ক্ষুধা অতৃপ্তিই থাকে যে
সেই তাড়নায় একটু একটু লিখি;
এই লেখা কখনো প্রখ্যাত হবে না
হবে না অবিস্মরণীয়- তবুও ক্ষুধার
জ্বালায় ’ক’ ‘খ’ বকের ঠেং এর বমি হয়;
কার কাছে দুর্গন্ধ মনে হয় আবার
কার কাছে সুগন্ধে বাহ বাহ বলে উঠা
এতো স্বজন প্রিয় খেলা- অথচ মনের
ভাবনাটাকে ভাবতে জানি না-
বা  অহমিকা য় ছুড়ে ফেলি নর্দমায়,
মনের কষ্ট মনেই থাক বর্ণমালার
আফসোস বাড়ানোর দরকার নাই-
অতঃপর এভাবেই একটু লিখে থাক
‘ক’ ‘খ” বকের ঠেং।


১৯ পৌষ ১৪২৮, ০৩ জানুয়ারি ২২