মন বরাবর একটা কাহিনীর জলস্রোত
ডিঙ্গি নায়ের সাথে ভেসে যায়; মেঠো
পথ কিংবা সোনালি জোয়ার ভাটা শুধু
বুকের মধ্যে পাঁজর ঘুঘু পাখির গান গায়,
বিভীষিকাময় কালো মেঘের সাথে মেঘ
বজ্রপাতের প্রেম- প্রেম একটা আর্তনাদ
বার বার শুনা যায়- কাহিনীর অমরত্ব;
সবুজ ঘাসের ফ্রেম শুধু উত্তর দক্ষিন-
তবু লোক লজ্জার ভয় নাই- দয়া নাই
দুচোখ জলশুকনো বালুচরে কাহিনী।


২০ অগ্রহায়ণ ১৪২৯, ০৫ ডিসেম্বর’২২