::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কদমে কদমে হেঁটেই চলছো জনসমুদ্র বালুচরে ঢেউ
ছুঁইতে পারি না আর, আনন্দ মুখর কুয়াশায় চাদরে তুই !
তুই জানিস না ম্লান হয়েছেৃ বিন্দু- সিন্দু কষ্ঠ ভরা বুক-


তবুও তুই পীচঢালা পথের বাঁকে বাঁকে কালাকুঁটির সুখ;
শিশির ভেজার মতো ছুঁইতে চাই আরেক বার তুই
আসবে না মাটির ঘরে ! বলবে না মিঠা লাগে-বলো না তুই।
০৯-১১-১৭
========