কালো দাঁত এখন ভীষণ ঝকঝকা,
কণ্ঠে সাদা মেঘের বক চারিপাশ
হাত ছুঁয়া সংলাপ বসবে দলে দলে বেশ!
লিখিত মনোচিন্তা হাসির আড়ালে ফেশ-
সিংহী ফাঁদে আটকাবে এই মেষ!
সবুজ ঘাসের জয়োধ্বনি, রক্তাক্ত মাঠ
বুঝলে- অবাক হওয়ার কিছু নেই
সবই এখন কালো দাঁতের নাশ;
মৃত্তিকার রঙ কাপছে সংলাপে সংলাপে
দাঁত কামরানীর স্লোগান সামনে সামনে-
এই বার গর্জে উঠুক কালো দাঁতের নাশ।


২৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৮ জুন ২৩