=================
গাঁয়ে তোর চন্দ্র পোড়া দেখিলাম
বাঁশ কাটা চাটাই তাও দেখিলাম-
দেখিলাম না মন গড়া মাটির দাম;


সান্ত্বনা ভবপুর- যন্ত্রণা বাসিপুর
ভেবে ভেবে জলও ধারা জলপুর
শুদ্ধ বার হলো না পুণ্য কাছের নাম।


একটু খানি দৃষ্টি তোমার কাটা বাঁশ
নইলে চন্দ্র পোড়া ধোঁয়া আকাশ-
একটু পরে সুর চাও- বাশি বাজও;


ভুবন পার দেখলে না- বুঝলে না
মরনের এতটুক স্বচ্ছ পুণ্য কা-
পাপীগুণে হও না পাপপূর্ণের নাম।


১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ১৯
-----------------------------