চিৎকার করে বলতে ইচ্ছা হয়
ও তারা তোকে শুধু ছুঁই- ছুঁই-
অথচ এতোটাই নিঠুর মাটি
বুঝলো না মন, বাসনা-
ভাবনাতে হিংস্র নয়- তবু তোমার
স্বার্থে আমাকে আমাকে পুড়াও;
সুনিশ্চিত কলস ভরে জল দেব-
সমস্ত তৃষ্ণায় গলা ভেজে যাবে
শুধু অক্ষম বল না! স্বার্থের শৃঙ্খলে
আলো চাই চাঁদ আলো এটাই কামনা।


২১ কার্তিক ১৪২৮, ০৬ নভেম্বর ২১