গো মাড়া ধান, গোলায় উঠে না!
সবাই এখন নিজস্ব ভবিষ্যৎ ভাবতে পারে;
কানের পর্দায় গান শুনতে পারে-
চোখের মনিতে যত সব দেখা দেখির মধ্য দুপুর
অথচ শঙ্খচিল উড়ে গেলো নাকের
ডগা বরাবর; গো বেঁচেরা সব জায়গায় বসবাস করে
স্বাধীনতা বিরোধীর কোন ক্ষোভ নেই
রক্ত,পানি, দুধের কোন প্রকার আকার আকৃতি নেই
তবু গো মাড়াই ধান গোলায় উঠে না-
শুধু উঠন জুড়ে খড় মারামারি অন্যভাবে দেখা যায়
অথচ নিজের নোংরামি ঠোঁটের ভাষা
কোন মাঠের ফসলে জাত নেই, মান নেই, পশু।


২২জ্যৈষ্ঠ ১৪২৯, ০৫ জুন ২২