======================
মধু খেতে লাগে না আর মৌমাছি
সরিষা গায়ে চিনি মিশে মধু রে ভাই মধু;
মৌমাছিরা এখন ভয়! পায় না কোন
প্রেমময় বাগান; তবুও ওরা বলে খাঁটি
খাঁটি করে পাগল রে ভাই এত ভাই মধু।


মৌমাছির সঙ্গহীন ডানা নেই উড়িবার
বনজঙ্গলে দুই একটি বসবাস তাও আবার
নুনে জলে পাখি খায় তো রে ভাই মধু-
পাড়ায়- পাড়ায় হৈ হুল্লোর খাঁটি মধু চাই
সবই এখন সাদৃশ্য ভাইরাস,উড়ে নাকের ডগায়
গলা ফেটে তবুও ওরা কয় খাঁটি রে ভাই মধু।


২৭ মাঘ  ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২০
----------------------------------