একটা খেলা সবে মাত্র শেষ হলো!
রেফারির বাঁশিতে ফুঁ ধরলো সবে,গোলপোস্ট  ফাঁকা
গোলকিপার আসবে কি জানি না? অথচ
বিপরীত মুখি ভয়ঙ্কর স্টাইকার গোল করেই যাচ্ছে;
এভাবে আর কতদিন খেলার মাঠ যে ধ্বংসের
মুখোমুখি ভাববার অবকাশ নেই। জনসমুদ্রে উনয়নের
দ্বার খুঁলেছি- এভাবেই থাকবে; এই খেলার
পরিসমাপ্তির সময় নেই। মাঠে ময়দানে ঘাস কখনো মরে
যাবে না বরং নতুন রূপে আবার পূর্ণ জন্মানোর
রঙ বিরল খেলার আকাশে মেঘ বয়বে- তবু লুকোচুরি
চোখ ধাঁধাঁলো যাদুকর যত সব দেখছি খেলা-
অতঃপর এই খেলার পরিসমাপ্তির সময় কই?


১৫ ফাল্গুন ১৪২৮ ২৮ ফেব্রুয়ারি ২২