রাত পুহায় রাত
ভোর শিশিরে দেখি
সবুজ আলপথে ঘাস-
মন ভেজা রোদ!
রাত পুহায় রাত;


দৌড়ায় দৌড়ায় কত দূর
তেল ভাজা উঠন
আলপিনে বুঝে না
জীবন সংসার আঁধার
দৌড়ায় দৌড়ায় কতদূর;


সোনার পালঙ্কে ঘুম
আর কতখানি কুম
বাস্তবতার কলকাঠি ভাবি না
এই চলে যায় দুম
সোনার পালঙ্কে ঘুম;


খিড়কি দরজার পিছে
সবই দেখা দেখা যায়
বুঝো কি- বুঝও না
দুষ্ট রাতের গান, গেয়ো না-
এই মরে প্রাণ।


২৪ শ্রাবণ ১৪৩০, ০৮ আগস্ট ২৩