স্বপ্নময় উঠন বিরক্ত কর ঠোঁট
সময়ের চঞ্চলতা ঘুমের ঘোর-
শুধু পূর্ণিমা রাত অথচ আকাশ
থেকে মাটির দূরত্ব অনেক- স্পর্শ
পরশ মেঘ বৃষ্টির হাতছানি দৌড়!
তারপরও রাত আসে- ভোর হয়-
ঝরা পাতার মতো প্রেমপত্র সীমানার
অতীত- জেনো প্রতিনিয়ত খুন হয়ে যাই
স্বপ্ন ঘোর- ভিজা দেহের উষ্ণতা
কিংবা শীতলতা শুধু সোনালিময় ক্ষণ;
চল না- এবার রক্তহীন, খুন হয়ে যাই।


০৩ কার্তিক ১৪২৮, ১৯অক্টোবর ২১