======================
একদিন মৃত্তিকার গায়ে হরেক
রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;
কত স্বপ্ন রঙিন আশা ছিল-
যেন আকাশ সমূহ- তবুও মৃত্তিকার
জানাই ছিল না, প্রণয়ের আদুরে খুনি ছিল।


সমস্ত বাগান জুড়ে সু-গন্ধী ঘ্রাণ
যেনো এক অপরুপ সৌন্দর্যের পৃথিবী!
কখনো উত্তাপ- কখনো বিনম্র শ্রদ্ধা;
বুঝায় যায়নি অন্তরে খুন নামের নিঠুর বুলেট
তারপরও বুঝল না কেনো, কিছিল ষড়যন্ত্র?


কত স্নেহ মন, কত আদর করেছিল,
তবুও ওরা বুঝেনি- কেনো বুঝবে
ভিতরেছিল লাভ লালসা অহংকারী এক ইদুর মাটি-
এরাই পারে খুব সহজে খুন করতে,
শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল
কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!
অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।


২৮ ফাল্গুণ ১৪২৬, ১২ মার্চ ২০
---------------------------