এক কথার উজানের গন্ধ
চিনি না-জানি না, ভুলে গেছি;
এমন কি মেঠোপথের ধূলো বালি!
নাকের দীর্ঘ বাতাস সব সময় বয় না
ঐ চূড়া বালিতে কিঞ্চত সুখ
সেই সুখের প্রণয় খুঁজে সমুদ্র।
আর রাত এলেই জেগে উঠে
স্বপ্ন ধোঁয়ার একাকিত্ব গল্প সুর
মলিন চোখে হাত পা বাড়ায় শুধু
একমুঠো কষ্ট মুখ খুঁজে সমুদ্র।


০৫ আষাঢ়  ১৪৩০, ১৯ জুন ২৩