তিলে তাল পেকেছে
অন্য ইশারায়!
মাগুরে শিং ফুটেছে
বিষফোঁড়ার কি এসে যায়?
কি এসে যায়- তিলে তাল পেকেছে
অন্য ইশারায়।


তেঁতুলের গন্ধ ভারি জল;
খরস্রোতে নদীর বালুচর-
এক নজরে বৃন্দবন,
কে বলে প্রেমের সখায় চল!
তেঁতুলে গন্ধ ভারি জল।


ধানে উইপোকা, ঘরের চালে
বৃষ্টির ফোটা, গড়ে গড়ে বান-
নিজের ভুলে হয় না শ্মশান
ফাল্গুন এলো গেলে-
এই আগুনে জ্বলে পুড়ে ছাই।


২৪ বৈশাখ ১৪২৯, ০৭ মে ২৩