কি হচ্ছে- দু'চোখ কথা কয়
ফাল্গুনের কিংবা রাতের!
তবু সময় চায় আরও জুড়ে
কি হচ্ছে- শুধু জীবন পারাপার;
তারপর ভোরের শিশির সিক্ত
পৌষের গন্ধ রোদ উজ্বল মাঠ
কি হচ্ছে- দেহের সোনালি ঘাট!
উষ্ণতা মিশে মাটির সবুজ ঘাস
আর জেগে থাক জোছনা ছায়া
অপ্রত্যাশী কিছু আশা- কি হচ্ছে।


১৫ মাঘ ১৪২৯, ২৯ জানুয়ারি’২৩