কুয়াশায় শীতের ভোর, দাঁড়িয়ে থাকা উষ্ণ
রোদ, কি মজা, কত রকম পিঠা পুলি-
নানা কিংবা দাদা বাড়ির আয়োজন;
শহর থেকে গ্রাম- গ্রাম থেকে শহর-
শীতের উৎসব যেনো পৌষ, মাঘ।
তারপর সময় গড়িয়ে দুপুর স্নান, কি ঠান্ডা;
শরীর কাপন যেনো শীতকে ঝেরে ফেলা
ওদিকে দৃষ্টি আড়াল, গরীবদের কষ্ট রাত
চোখে দেখার মতোন, সহ্য করা দায়-
চলো উষ্ণ চাদর দিয়ে জড়িয়ে দেই!
এগিয়ে আসুক মহানুভবতা-এ হোক মানুষে
মানুষে কল্যাণ কর, উষ্ণ পাক কি ঠান্ডা।


১২ পৌষ ১৪২৯, ২৭ ডিসেম্বর’২২