আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।
দুমোঠ কথাও হয়নি শুধু চেয়ে থাকার ভাবনাছিল;
পাতার আওয়াজে ঝিরি ঝিরি বাতাসের মতো!
স্রোতের সাথে ঢেউ খেলার মতো কি উচ্ছ্বাস?
অথচ গভীর অতলে অম্লান হয়েছে বাস্তবতার ক্ষণ
এক কৃপনতা মধুরস মৌচাক শূন্য- হাহাকার কণ্ঠ-
তবুও মাটিতে আকড়ে থাকা, বড় বেদনা দায়ক
আকাশ বরাবর মিছিল এখন হয় না- বালুচর শ্মশান।


০৯ মাঘ ১৪২৮, ২৩ জানুয়ারি ২২