চোখ, গলা কণ্ঠ
এখন আরও জুড়ে
হেঁটে যাচ্ছে;
বাতাস ধীর ধীর বয়ে
দেহের কম্পন সৃষ্টি করছে;
লাল ফুলদের গন্ধ!
হাত পা মাটিতে আতর নিচ্ছে।
ইতিহাসের মৌ চাক-
আরও সুমিষ্টি জমছে!
মুখ,গলা কণ্ঠ এ দেখিই আচ্ছে;
আকাশ চাঁদ তারায়-
কি- কি জানি জমছে?


০২ ভাদ্র ১৪২৯, ১৭ আগস্ট ২৩