ভেবে দেখছো পৃথিবীর বয়স হয়েছে
যে কোন সময় ধ্বংস হবে পৃথিবী;
তাহলে জীবনকে নিয়ে কি ভাবলে
কি পেলে বৃদ্ধ সময় ছাড়া আর কিছু?
মৃত মাটির চিহ্ন তাও রবে না জীবন;


কত আফসোস কত হাহাকার শূন্যতা
কতটুকু বা বুঝলে! অদেখা হিমেল হাওয়ায়
বুক জ্বলে- কষ্টের জলে সাগর বয়- তবুও
বিবেক জাগ্রত হয়েছে পৃথিবী ধ্বংস হবে-
সব সোনালি অতীত মৃত্যু হয়েছে কিয়ামত;


আমি ভেবেছি শৈশব, কৈশোর, উষ্ণ হাওয়া
তাও বুঝি শেষ হয়ে গেলো এভাবে কিয়ামত।


২৪ কার্তিক ১৪২৮, ০৯ নভেম্বর ২১