মানুষ বুঝে না পরাজয়ের রঙ;
কোথায় কখন ছড়ে যাবে-
তাও বুঝবে না মানুষ!
বুঝার শেষ নিঃশ্বাস খানিকটা বিরল
তবু মানুষের রঙ চিনা ছাড়ে না-
কথায় তার ঠিকানা
কে বলেছে আপন মন
আকাশ বর্ষা কেউ জেনে না
তবু মানুষ হরেক রকম
কে জানে তার কিচ্ছা।


১৮ চৈত্র ১৪৩০, ১ এপ্রিল’২৪