এতো সময়,গড়ে এসে-
কি ভাবছো- এ জীবন?
তিন বেলা ক্ষুধা নিবারণ
শাড়ী গহনা, ধন সম্পদ
তাই না! অথচ আপনা
কে গলা টিপে হত্যা করে
সুখ দেখো- শূন্য আকাশ
তাই না; কখনো আবেগ
জীবন হয়ে ওঠে কখনো না
এতো জীবন- তাই না; তার
পর হঠাৎ মৃত্যু, কে আপন
কে পর থাকলো না কিছু।


২২ ফাল্গুন ১৪২৯, ০৭ মার্চ ২৩