তারপর একটা রাত- শুধু ঘুম ঘুম স্বপ্ন স্বাদ!
শিশির ভেজা ভোর কখন কেটে গেছে
এখন উপলব্ধি করার সময়-নির্জন কিংবা পূর্ণিমা রাত;


কত কথার মধুময় রস যেনো মৌচাকে বাঁধা
হয় তো কোনদিন মৌচাক কাটা হবে না-
তবুও স্বপ্ন থেকে যায় পুরাতন বালিশের উপর!
ঘুমপারানির সুখটার ওখানেই স্বার্থকতা বয়ে আনে-


সেখানে স্বপ্ন হাসায়- কখন বা ভাবায়
দুচোখে সব রঙিন অথচ বাস্তবতা নিঠুর নির্দয়-
কবি থেমে গেছে কিন্তু কবিতা থেমে যায়নি!
অতঃপর সেই রাত স্বপ্ন চাঁদের জলে ভাসছে-
এখনো কবিতা থেমে যায়নি- থেমে গেছে কবি।


১২ কার্তিক ১৪২৬, ২৮ অক্টোবর ২০
----------------------------------