মাঝে মাঝে কবিতার সরগম ভুলে যাই!
রবি,শশী দূরত্ব হয়ে যায়- অনেক দূরত্ব;
আবার খুব ইচ্ছে করে দু’হাত দিয়ে ছুঁয়ে
দেখি- সোনালি দিনগুলো নয় তো ভবিষ্যতে
মাটির বীজ গোলাপী রঙের দুচোখ হবে।


আজকাল ভাবতে পারি না আর রঙিন ছবি
দেখা-রাস্তা মোড়ে ধূলি সরানো, কুয়াশার রোদ
অপেক্ষা- সবই জানি কবিতার সরগম হয়েছে;
ঘরের ভিতরে ফড়িং উড়ে, সবুজ ঘাস, ঘাসফুল
খুব কাছাকাছি সরিষা হলুদ যেনো কবিতার সরগম।


২৮ অগ্রহায়ন ১৪২৬, ১৩ ডিসেম্বর ২০
----------------------------------