মৃত্যু শুধু আমার মাঝে
বাস করা এক কঙ্কাল সরূপ-
ঘুমের ঘোরে মৃত্যূ দেখি
ভোর বেলাতে সরূপ সাজি-
সন্ধ্যাবেলায় ধুবজ্বালি-
মধ্যদুপুরে দেখলাম না সরূপ
অন্য কাজে ব্যস্ত থাকি খুব।


রূপগুণে হয়রে রূপবান রূপবতী
কু-রূপ ধরলে মনে হয়ে যাবে দুর্গতি-
জ্বলবে না আর রূপের ঝারবাতি;
সরূপ তুমি দেখো থাকতে জীবিত সবি-
কঙ্কাল হয়ে গেলে আর দেখা মিলবে না
পুণ্য কাজের রব; অন্তকালে
মাটির বুকে শুয়ে হবে তপ।
১২-১০-১৭
=======