কলার ছড়ি দু’হাতের চিপায়
হেঁটে যাচ্ছে তো যাচ্ছে- দৃষ্টিপাত
আমজনতা রাত দুপুর কিংবা
ভোরের শিশির সিক্ত পথের ধূলি বালি।


কলার পুষ্টি স্বাদের অভাব অনুভব সৃষ্টি-
অথচ রমনির শিল পাটা দাঁতের কপোত কপোত
শব্দ আওয়াজ যেনো সার্থকতার বাহক!
তবু কলার রঙ বাহারি ফুরায় না যুগের ইতি মাত্র;


কবির মন বলে কথা- হরেক রকম কলা-
চোখ ভরে- মন খুলে দেহের ভাজে ভাজে
অতঃপর খসা থাকা শর্তেও কলার অযন্ত্রে
অবহেলায় মরীচিকা সোনালি কলার ছড়ি।
০৪ শ্রাবণ ১৪২৯, ১৯জুলাই’২২