কে দেখে- কে দেখে
নীরব শ্রাবণ জল-
যার মনে বর্ষার কলরব
সে জানে- সে জানে
শ্রাবণ জল কেমন;


সারা জীবন গেলো
এমনি ভাবে-
সে কি আর, কি করে
জানবে
অন্তর্দহন তার প্রণয়ে!


ব্যর্থ বাঁশি- কি করে বুঝাই
বলো- রঙধনু আকাশ
মন মরা বাতাস-
সান্তনা শুধু মাটির
কাশ ফুলে- ফুলে নাশ;


১৪ অগ্রহায়ণ ১৪৩০, ২৯ নভেম্বর ২৩