=============
বাঁশ বাগানের কঞ্চি
আর তেঁতুলের আটি-
ওরে ভাব চুমুকে দিলে
গলায় ভীষণ ফাঁসি;
হাতের মুঠোই ঐ চাঁদ
আঁধার দেখি এ রাত-
মাটিতে নাই রে আর
ঘুম পাড়ানির স্বাদ।


নিয়তি নিঠুর কেনো?
না বুঝে প্রণয়ের সাজ-
এবুঝি করে দিল আজ
উত্তর দক্ষিণ কারুকাজ!
না ভেব না- বাঁশ বাগান
তেঁতুল, নিশি পুড়া- ঐ চাঁদ;
ভাবতেই ফাঁস- এলোমেলো
ফাঁকি দিয়ে, ফিরবে না আশ।


২৩শে পৌষ,১৪২৫, ০৬ জানুয়ারি,২০১৯
-------------------------------------