আয়নার প্রতি মায়া থাকা দরকার
কেনো জানি আজ কাল মায়া নেই;
যত্ন করার হাত নেই তবু ভাবি আয়নায়
সুন্দর মুখ দেখবো বলে, দেখি না
মনের আয়নার কাঁচ ভাঙ্গা- ভাঙ্গা
তাই রোজ রোজ দেখি আয়না;
ভয় কেও- জয় করি না কারণ
হাত জুড়ে ভাঙ্গা কাঁচ-রক্তাক্ত দেহ
মুখের ছবি বিভিন্ন, অথচ সারাক্ষণ বলি
আয়না,ভুলেও কোন দিন দেখিনি;
অতঃপর একটা আয়না থাকা দরকার।


১৫ ফাল্গুন ১৪২৯, ২৮ ফেব্রুয়ারি২৩