ধুলো মাখা পথ কিংবা রক্তাক্ত ময়দানে
অপরাধ বোধ কণ্ঠধ্বনি বেজেই যাচ্ছে ক্ষণে ক্ষণে
বাতাসের গায়ে হাসির গন্ধ ভরা কতটা চাঁদ মুখী
জীবন্ত আঁধারে বুঝে না প্রতিধ্বনি সম্মুখে;
দেখেছি কোণঠাসা মিছিলের বর্ণ ঠোঁটের রঙধনু!
অবাক হওয়ার কিছু নেই- মনের মাঝে
মেঘদূত যাচ্ছে উড়ে উড়ে- যুদ্ধের সাদা গায়ে
তবু সড়ে যায় না কোণঠাসা অপরাধ বোধে
অথচ রক্তের রঙ বুঝল না প্রণয়ের মাঠে- অতঃপর
কাদা চূর্ণ মন ভাবনা চিকন আইলেই কোণঠাসা।


২০ ফাল্গুন ১৪২৮ ০৫ মার্চ ২২