দু’চোখ ভরে কষ্ট দেখলাম!
অথচ কোন আফসোস বা
আর্তনাদ শুনতে পেলাম না-
ফেল ফেল করে মৃত ব্যক্তির
মতো চেয়ে আছে কষ্ট! বাতাসের
শরীরে গন্ধ, শীতলতা আছে কিন্তু
দেখা যায় না অনুভব করতে হয়!
কষ্টের একই- পার্থক্য শুধু রক্তাক্ত
দেখা যায় কষ্ট-নিম গাছের মতো
অথবা কলা গাছ; তবু কষ্টের স্মৃতি
সুখময়; বয়সের গায়ে কিংবা ছোট-
কিন্তু আর্তনাদে কষ্টের কোন বড় ছোট
ভেদাভেদ নাই- যেমন নীল আসমান-
দুরন্তপনা তারা সব কষ্ট সমান।


২৬ পৌষ ১৪২৮, ১০ জানুয়ারি ২২