======================
মেঘলা রঙিন স্বজন- কষ্ট চিনে না-
গহীন চরের কায়া তাও বুঝে না-
শুধু মৃলন ঝর্ণাধারা নয়ন;
প্রজাপতির সকালটা ভেস্তে গেলো স্বপ্ন-
রাঙা কৃষ্ণচূড়ার পথে ফুরফুরাল ফড়িং মন।


তবুও কষ্ট চিনা হইল না-এই বদ্ধ সবুজ ভুমি
জলতরঙ্গ মেঘলা আকাশ বুকের মাঝে অমিল-
শুধু অমাবস্যায় ঝিঝিপোকা;
পূর্বালি হাওয়ায় হাওয়ায় দুলে রে মাটি-
শূন্যেই ভাসে রে কষ্ট উচাটনের পাটি।


২৩ ফাল্গুন ১৪২৫,০৭ মার্চ’১৯
------------------------------