ঐ মৃত নয় ঘুমিয়ে থাকা
মাটির দিকে তাকালে!
কেবলি সোনালি ঘাসফুল-
কেমন করে হাসি ফুলাই !
কারণ বুঝি প্রণয় রোগে-
সুখে- দুঃখে আরও কিছু
ঐ মাটির সুবাসিত ঘ্রাণে।


জোছনার দিকে তাকালে
রুপালি দুচোখে সিনেমার
নেমে আসে ডল- মেঘদূত
দুষ্ট চঞ্চল ভাবে হাসতে চাই
অথচ মাটি আর ছুঁয়ে যায় না
মিরল ডাঙ্গার ঘুম কিংবা উষ্ণ
পরশ,অনাকাঙ্খিত কষ্ট দোসর।


০৫বৈশাখ ১৪২৯, ১৮এপ্রিল ২২