স্বাধীন এখন খণ্ড খণ্ড
কোন স্বাধীনে চলি, বুঝা দায়
ইচ্ছা আছে দেখার খুব-
কে করে খর্ব; শুধু উল্টো লাফ
বানার ঝাপ করে কে গর্ব!
হনুমান তো রাজা, কে বলে দাঁড়া;
স্বাধীনতা আকাশের তারা-
সোনালি রোদ্দুর মাটির ঘর বানা
কাগজে- কলমে ঠোঁটের
ভাজে- স্বাধীন কর্মকারে ফাঁকা।


১৯ অগ্রহায়ণ ১৪৩০, ০৪ ডিসেম্বর ২৩