========================
এলো ঈদ কুরবানী ঈদ-
তবুও থাকছে করোনা বন্যা
একা কারে বাজায় বাজনা-
নতুন জামায় ঘুরা ফিরা,খোলা জানালাও বন্ধ!
তবুও ঈদ বলে কথা আনন্দটা থাক না
চোখে মুখে হাতের কণে বুকেতে শুধু না
শুভেচ্ছা শুধু ঠোট বহর অন্তরে- অন্তরে।


কষ্টটুকু ভাসছে বানভাসী জলে
কষ্ট কিসের কষ্ট- মুছে যাবে
সৌহার্দ্য পূর্ণে হেসে খেলে ঈদের ক্ষণে-
ভয় ভীতি আতঙ্ক সংশয় দুয়ে যাক
হুস হারায় বার বার মৃত্যু শুধু কাঁদায়
করোনার যত শিক্ষা দিক্ষা অম্লান
হোক মহাত্যাগে এই কুরবানীর ঈদ।


১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০
------------------------------