==================
তোমাদের নিঠুর বর্ণমালা চাষে
কখনো শীতল মাঠে ভেবো না
এই কবিতার সোনালি ফসল
তোমাদের প্রেরণার ইন্দ্রপুরী;
না -না একটা একটা বীজ বপন
করেছে চৈত্র পুড়ে ছারকার।


কত বার মনুষ্যত্ব বিবেক করছো আহত-
বানভাসীর মতো- বলবো বরং ঈশ্বর
তোমাদের নয়; করছো লাঞ্ছনা- গঞ্জনা-
তবুও র্নিলজ্জর মতো ভেবো না আর,
কবিতার সোনালি ফসল আমার না;


এই নীলাকাশ গর্ব করার কিছু নেই-
শুধু বলবো একেমন ঈশ্বর কে লাঞ্ছনা।


১০ শ্রাবণ ১৪২৬, ২৫ জুলাই ১৯
------------------------------