আমি আকাশ দেখি সাদা
মাটিতে শুধু নীল ভোমরা
দিগন্ত মাঠ ছুঁইতে চাই-
এক রাশ পায়রার মতো;
আমি পূর্ণিমা দেখি না আর
একাকী নিরালায়, মুঠো
মুঠো ফসলের হাঁক শুনি
গভীর দৃষ্টি বিড়ম্বনায়- তবু
সাদা মেঘের বৃষ্টিতে ভেজায়
দেহ লালিত মাটি আকাশ;


২৭ পৌষ ১৪৩০, ১১ জানুয়ারি’২৪