================
প্রতিবাদীর আয়নাছিল বেশ
সে সময়ে রক্তমাংস চিন্তো-
ব্যাঙ, কাকের ডাক হতো-


কিন্তু খুন সেতো আকাশ
ভাঙ্গার মতো- আর এখন
প্রতিবাদীরা হয়েছে শিকারী
পাখি কিংবা ড্রাছবিনের মল;


ভীষণ এ সময়ের ইচ্ছা ডানায়
করছে শুধু অচিন্তে কুপো কাপ;
প্রতিবাদী কি কাচের মতো
ভেঙ্গে যাবে! ওরে বাপ রে বাপ-  


তবুও প্রতিবাদী থেকেই যাবে
ঝংকার লংকার মারে ঝাঁপ।
১৭-১০-১৮
-------------