লজ্জাবতী মতো হেঁটে চলা মানে
হাতের মুঠোই নিজেকে কাঁচের গ্লাস
সবাই পানি পান করবে তারপর
কোথায় ছুরে মারবে- যন্ত্রণা ছাড়া
কিছুই পাবে না, লজ্জাবতী হও না
লজ্জাবতী তেমন দেখা যায় না আর
রজনীগন্ধার গন্ধ নাকে নিতে হয়
চঞ্চল বুদ্ধিমাত্রায় নিমফুল ভাব না
শাপলা দেখো জলে ভাসতে ভাসতে
জাতীয় দোয়েল পাখির গান শুনায়
বেশি বুঝ না কৃষ্ণচূড়ার দ্রোহ বুঝায়
শিমুল ছড়া উঠনে রেখ না লজ্জাবতী।


২৫ মাঘ ১৪২৯, ০৮ ফেব্রুয়ারি’২৩