মা বলার ডাক এখন চাঁদ
তারাদের মাঝে হাসে;
উঠানের ঝিঝিপোকার শব্দ
শ্রাবণের নোনা চোখ!
স্মৃতির দুধ ভাতে যেনো
দুপুরের থাল- রাতের পাটি
বসানো খাবার, সকালের পিঠা
পুলি চারপাশে শুধু হাহাকার মা;
দৌড়াই  আইল পাথার ছুটে
বাবা বলে কেউ ডাকে না আর
নৈঃশব্দে  ভাসো মা বলার ডাক।


১৯ শ্রাবণ ১৪৩০, ০৩ আগস্ট ২৩