এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোষা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত স্বার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের মতো সন্তান তারপরও
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।


২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১
--------------------------