স্মার্ট হবো না, মাট হবো
বুঝতেছি না! এখনও বাতাসের
নিঃশ্বাস নিচ্ছি, তিন বেলা
ভাত খাচ্ছি- শীতের একটু
কষ্ট পাচ্ছি, ঈশ্বরী জানেন
কতটুকু প্রয়োজন উষ্ণতা!
সবাই একটু ভাবি, নিজের
মাঝে ঈশ্বর- ঈশ্বর ভাব;
তবু স্মার্ট থেকে মাট হই-
ক্ষতি তো কারো নয়-
সাল যায়- সাল আসে
এতো রীতিনীতি, মনেই
রাখি না- এতো মাট হই।


১৭ পৌষ ১৪২৯, ০১ জানুয়ারি ২৩