আমি দেখছি আর দেখছি
লোমগুলো ঝরে যাচ্ছে
মাংসের দুর্গন্ধে- বাতাস
আকাশ ভারি হচ্ছে;
তারাগুলো ছুটে যাচ্ছে-
কোন অজানা দেশ।


অথচ ধূসর মৃত্তিকা চুপ চুপ
অনলে পুড়াচ্ছে দেহ মন
অনাগত ভবিষৎ, অতীত
বর্তমান শুধুই কি আহত!
আমি কি চন্দন কাট?
নাকি শুধুই মাটির দোসর;


লোমগুলো জীবিত হবে না
মাংসের সুগন্ধী ছড়াবে না
পুনর্জন্মের স্বাদ পাব না!
প্রণয়ের ব্যর্থ খুনসুটি
প্রণয়ে প্রণয়ে হৃদয় ভরবে না
জানি একদিন সব শেষ হবে
ভরে দিবে মাটির দোসর।


৩০ভাদ্র ১৪২৮, ১৪সেপ্টেম্বর ২১