প্রায় আকাশটা দেখছি অবাধ্য
সূর্য উঠে না, এদিক সেদিক
ফুলকি পারে চাঁদটাও!
নিজের ছায়াটাও দাঁড়ায় না
ভুলে গেছে সোনালি ক্ষণ;
মাটিগুলি অন্যগন্ধে আসক্তি হয়েছে
একেই বলে সীমাবদ্ধহীন অবাধ্য
গরুগাড়ির চাকার মতো মন
ভীষণ সার্থপরতা অবাধ্যকে হার মানছে
শুনো শুধু মাটির কাছে অবাধ্যতা নেই।


২৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ১২ জুন ২৩